Sunday, August 4, 2013

পুজোর গন্ধ


পুজোর একটা অদ্ভূত গন্ধ আছে। ছোটবেলা থেকেই  অনুভব করে আসছি এটা। মা আসছে, এই অনুভূতিটাই অসম্ভব সুন্দর। আকাশে বাতাসে একটা মন উড়ু  উড়ু ভাব। গ্রামে গঞ্জে কাশফুল। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মত মেঘ। ঝকঝকে রোদ্দুর। শরতের আকাশ জানান দেয় মায়ের আগমন। একটা মন কেমন করা আলো। এই সময়  মন চায় প্রিয়জনকে। মন খুলে গল্প,  খাওয়াদাওয়া, বেড়ানো - সব কিছুই পুজোতে অন্যরকম। পুজোর চার দিন মন চায় সময়ের হিসেব না করে সমস্ত সুন্দর বর্ণ ও গন্ধ কে শুষে নিতে। পুজো চলে গেলে তাই মন খারাপ হয়। মনে হয়  সবকিছু বিবর্ণ গন্ধহীন হয়ে গেল। তাই পুজোকে ঘিরে এই অপেক্ষাই ভালো!







No comments:

Post a Comment

Please stop by and leave your comments and suggestions!